অমীমাংসিতভাবে শেষ হলো বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজ
আজ সোমবার সকালে রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া থাকা সত্ত্বেও ঢাকা টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সকালে ম্যাচ রেফারি মাঠ পরিদর্শন করে এই সিদ্ধান্ত নেয়।
জানা যায়, আউটফিল্ড ভেজা থাকার কারনে ম্যাচ রেফারি এই সিদ্ধান্ত আসতে বাধ্য হয়। ফলে চমৎকার আবহাওয়া থাকা সত্ত্বেও কাগজে কলমে অমীমাংসিতভাবে শেষ বা ড্র হয়ে থাকলো বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই সিরিজটি।
প্রথম দিন শেষে বাংলাদেশ ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করেছিল। কিন্তু মাঠ খেলার অনুপুযোগী হওয়ায় চট্টগ্রাম টেস্টের মতো ঢাকা টেস্টটিও সমতার মধ্যে শেষ হল আজ।
0 Comment