‘নগ্নতার অর্থ যৌনতা নয়’
ক্যানাডায় নগ্ন বক্ষ হয়ে সাইকেল চালানোর অভিযোগে তিন বোনকে পুলিশ বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ শত শত মহিলা নগ্ন বক্ষ হয়ে একটি প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছে। এ সময় তাদের হাতে ছিল নানা স্লোগান লেখা ফেস্টুন আর এর মধ্যে একটিতে লেখা ছিল, ‘নগ্নতার অর্থ যৌনতা নয়’।
তিন বোন বলেন, ‘দিনটি ছিল খুবই গরম, তাই আমরা শার্ট খুলে ফেলেছিলাম’।
উল্লেখ্য, ১৯৯৬ সালে আদালতের দেয়া এক রায়ে অন্টারিওতে নগ্ন বক্ষ হয়ে ঘোরাফেরা করা আইনসিদ্ধ।
-বিবিসি বাংলা
0 Comment