শুক্রবার অল ইংল্যান্ড ক্লাবে দ্বিতীয় সেমি-ফাইনালে অ্যান্ডি মারেকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। মিঃ ফেদেরার ৭-৫, ৭-৫, ৬-৪ গেমে হারান অ্যান্ডি মারেকে।

ওপর সেমিফাইনালে নোভাক জোকোভিচও জয় পেয়েছে রিচার্ড গাসক এর সাথে। নোভাক ৭-৬, ৬-৪, ৬-৪ গেমে রিচার্ড গাসকেকে হারিয়ে সহজ জয় পেয়েছে।

আগামী রবিবার, নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হবে।