চীনে আঘাত হানতে পারে সুপার টাইফুন
আজ শেষ বেলায় চীনে আঘাত হানতে পারে সুপার টাইফুন চ্যান-হোম। এরই মধ্যে চীনা কর্তৃপক্ষ শক্তিশালী এই ঝরের আঘাত থেকে রক্ষা করার জন্য ৮ লাখ ৬৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। চ্যান হোম, আর প্রভাবে ঘণ্টায় ১৮৭ কিলোমিটার বেগে বাতাস বইছে বলে জানিয়েছে, বিবিসি।
বিবিসি আরও জানিয়েছে, সুপার টাইফুনের আঘাতে এরই মধ্যে ফিলিপাইনে পাঁচজনের প্রানহানী ঘটেছে। জাপান ও তাইওয়ানেও আঘাত হেনেছে শক্তিশালী এই টাইফুন।
উল্লেখ্য, সুপার টাইফুন (চ্যান হোম) এর শঙ্কায় চীন ৪০০ শতাধিক ফ্লাইট বাতিল করেছে।
0 Comment