অনলাইন ব্যাংকিংএর জন্য সাধারণত আমরা চার অংকের পিনকোড ব্যবহার করে থাকি। কিন্তু ব্রিটেনে এই প্রথম একটি কোম্পানি ‘ইমোজি’ অর্থাৎ ইন্টারনেটে মানুষের মুখ, জীবজন্তু বা অন্য কোনোকিছুর যেসব ক্ষুদে ছবি ব্যবহৃত হয় – তা দিয়ে অভিনব পিনকোড বানানোর সুবিধা চালু করেছে। তারা মনে করেন, সংখ্যার চাইতে ছবি মনে রাখা অনেক সহজ।

ইনটেলিজেন্ট এনভায়রনমেন্ট নামে এই প্রতিষ্ঠানটি বলছে – সংখ্যা আছে ১০টি, শূন্য থেকে নয় পর্যন্ত। কিন্তু ‘ইমোজি’ দেয়া হচ্ছে ৪৪টি – তাই এ থেকে পিন কোড বানানোর জন্য অনেক বেশি কম্বিনেশন তৈরি করা সম্ভব। তারা দাবি করছে ইতিমধ্যে কিচু ডিজিটাল ব্যাংক তাদের কাছে এ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে।

বিচিত্র সব 'ইমোজি'

বিচিত্র সব ‘ইমোজি’

বিশেষজ্ঞদের মতে, ইমোজি দিয়ে পাসওয়ার্ড তৈরি হলে তা ভেদ করা হ্যাকারদের জন্যেও বেশ কঠিন হবে।

তবে মেমোরি বিশেষজ্ঞ মাইকেল টিপার বলেন, ছবি মনে রাখা মানুষের জন্য সহজতর । কিন্তু সমস্যা হলো, কাউকে যদি এক পাতা ইমোজি দিয়ে একটি কম্বিনেশন বের করতে বলা হয়, তাহলে অনেক সময় সে কাজটা সহজে সেরে ফেলতে চাইতে পারে। “সে হয়তো প্রথম চারটা ইমোজি মিলিয়ে বা চার কোণার চারটি ছবি মিলিয়ে একটা কম্বিনেশন বানিয়ে ফেলবে।”

আর এটা যদি কেউ করে তবে হ্যাকারদের জন্য তা অনুমান করা আদৌ কঠিন হবে না বলে মেমোরি বিশেষজ্ঞ মনে করেন।

-বিবিসি বাংলা