আজ মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে তাজিকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। শক্ত প্রতিপক্ষ তাজিকিস্তান এ পর্যন্ত ৬ টি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল। যার ৪ টিতে তাজিকিস্তান ও ১ টিতে বাংলাদেশ জয় পেয়েছে এবং ১ টি মাত্র ম্যাচ ড্র হয়েছে।

বাংলাদেশ ফুটবল দলের কোচ সাইফুল বারি টিটু বলেন, চারদিন আগে কিরগিজস্তানের সাথে ম্যাচ হারার পর বেশ সতর্ক অবস্থানে আছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ যাতে দ্রুত গোল করতে না পারে সেটাকেই প্রধান কৌশল হিসেবে সামনে রেখেছেন কোচ সাইফুল বারি।

বাংলাদেশের ডাচ্ কোচ লোডভিক ডি ক্রুইফ বলেন, তাজিকিস্তানের সাথে এটি একটি বড় চ্যালেঞ্জ। শারীরিকভাবে তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে থাকলেও। ফলাফল কি হয় বলা যায় না। তবে এখানে সবই সম্ভব। কারন এটি ফুটবল। আমরা জয়ের জন্য চেষ্টা করব। নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করলে ম্যাচ জেতাও সম্ভব।

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাই পর্বে এই ম্যাচ ছাড়াও বাংলাদেশের রয়েছে আরও দুটি ম্যাচ। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে জর্ডান ও অস্ট্রেলিয়া।