কৃষ্ণাঙ্গ নির্যাতন: মার্কিন পুলিশের পদত্যাগ
কৃষ্ণাঙ্গ নির্যাতনের ভিডিও প্রকাশ হওয়ার পর ঐ ঘটনার দায়ে অভিযুক্ত মার্কিন পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, টেক্সাসের ম্যাককিনি শহরে একটি পুলের পাশে পার্টিতে একদল কিশোর-কিশোরী গানের তালে নাচছিল। পুলিশ তাদের পার্টি বন্ধ করতে বলে এবং পুলিশ আসার আগেই তাদের সেখান থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যেতে বলে। কিন্তু কিশোর-কিশোরীরা ওই স্থান ত্যাগ করতে অস্বীকৃতি জানায়।
ফলে, ঐ সময়ে এরিক কেসবোল্ট নামের এক পুলিশ কর্মকর্তা এক কিশোরীকে মাটিতে ছুড়ে ফেলে তার চুল ধরে টানা-হেঁচড়া করে এবং অন্য কিশোরদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে হুমকি দেয়।
এ ঘটনার প্রেক্ষিতে কয়েকশ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে এবং তার পদত্যাগের দাবি জানায়। অবশেষে ঐ ঘটনার দায়ে অভিযুক্ত মার্কিন পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন।
সূত্র: বিবিসি ও রয়টার্স।
0 Comment