ব্রাজিল দলে আবারও ফিরলেন কাকা
আগামী ১১ জুন চিলিতে শুরু হতে যাচ্ছে এবারের কোপা আমেরিকার আসর। এই আসরে ব্রাজিলের প্রাথমিক দলে ডাক পেয়েছেন এক সময়ের তারকা খেলোয়াড় কাকা। কোপা আমেরিকায় ব্রাজিল দলে রয়েছে;
গোলরক্ষক: দিয়েগো আলভেস, মার্সেলো গ্রোহে, জেফারসন, নেতো।
ডিফেন্ডার: দানিলিও, দাভিদ লুইস, ফাবিয়ানো, ফিলিপে লুইস, মার্সেলো, মারকুইনিয়োস, মিরান্দা, চিয়াগো সিলভা, জিল।
মিডফিল্ডার: ফিলিপে আন্দারসন, কাসেমিরো, ফিলিপে কৌতিনিয়ো, এলিয়াস, ফের্নানদিনিয়ো, ফ্রেদ, লুইস গুস্তাভো,রাফিনিয়া, এভারতন রিবেইরো, উইলিয়ান।
ফরোয়ার্ড: দগলাস কস্তা, লিয়েনদ্রো দামিয়াও, রবের্তো ফিরমিনো, কাকা, নেইমার, রবিনিয়ো, দিয়েগো তারদেল্লি।
0 Comment