সাহিত্যিক সূচিত্রা ভট্টাচার্য ১৯৫০সালে ভাগলপুরে জন্মগ্রহণ করেন এবং গতকাল (মঙ্গলবার) কলকাতার ঢাকুরিয়া এলাকায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে, পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

সাহিত্যিক সূচিত্রা ভট্টাচার্য মানুষের জন্য রেখে গেছেন; কাছের মানুষ, দহন, কাঁচের দেয়াল, অলীক সুখসহ আরও অনেক অমূল্য উপন্যাস। তার উপন্যাস অবলম্বনে কলকাতায় যেমন নির্মিত হয়েছে চলচ্চিত্র, বাংলাদেশেও তৈরি হয়েছে নাটক।