বাংলাদেশ আন্ডারগ্রাউন্ড ফুটবলের শীর্ষে ”ক্লাব ইলেভেন”। ক্লাবটির প্রতিষ্ঠাতা ফুটবল প্রেমিক মিঃ আকবর হায়দার মুন্না। তারই নিরলস পরিশ্রমের ফল হিসেবে ক্লাবটি আজ অবস্থান করছে বাংলাদেশ আন্ডাগ্রাউন্ড ফুটবলের শীর্ষে। যার মূল মন্ত্র হচ্ছে don’t follow the trend, set it ..

10645144_10152302610541541_5621631354957731901_n
মিঃ আকবর হায়দার মুন্না

ক্লাবটি জন্মলগ্ন থেকেই ক্রিয়াঙ্গনে রেখে চলেছে অসামান্য অবদান। শুধু ফুটবলই নয় ক্লাবটির আছে ক্রিকেট দলও। এছাড়াও বছরের বিভিন্ন সময়ে ক্লাবটি আয়োজন করে আসছে ব্যাডমিন্টন, দাবা এর মত খেলা।

মিঃ আকবর মুন্না বি.ডি. নিউজকে বলেছিলেন, খেলার মাঠের অভাব এবং খেলায় সদিচ্ছার অভাবে অল্প বয়সেই ছেলেরা পথভ্রষ্ট হচ্ছে। তিনি বলেন, একমাত্র খেলাধুলাই পারে এ অবক্ষয় দূর করতে। তাই “ক্লাব ইলেভেন” এর মত অমুনাফা জাতীয় প্রতিষ্ঠান গড়ে সুস্থ সমাজ গঠনের বার্তা তিনি পৌঁছে দিতে চান সারা বাংলাদেশে।

তিনি আরও বলেন, সমাজে অপ-সংস্কৃতির চর্চার কারনে ছেলেরা বিভিন্ন অসামাজিক, অপ্রীতিকর কার্যকলাপে জড়িয়ে পড়ছে এবং লিপ্ত হচ্ছে বিভিন্ন নেশাজাত দ্রবের সাথেও। তিনি মনে করেন, একমাত্র ক্রিয়াঙ্গন-ই পারে এই সমস্যা থেকে তাদের রক্ষা করতে।

২০১৪ সালে ক্লাবটি মোট ২০ টি ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল। যার ১১টিতে চ্যাম্পিয়ন ও ৩টিতে রানারাপ এর কৃতিত্ব অর্জন করেছে।

বাংলাদেশ আন্ডারগ্রাউন্ড ফুটবল জগতে ” ক্লাব ইলেভেন’ই ” একটি মাত্র ক্লাব যার নিজেস্ব অফিস ও আধিকারিকগণ রয়েছে। আধিকারিকগনের মধ্যে ফিল্ড এবং অপারেশনে পদে রয়েছেন মিঃ আজগর হায়দার, জেনারেল সেক্রেটারি পদে হালিম সেলিম, ম্যানেজার পদে পারভেজ কাজী এবং শওকত আলী, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পদে ফরিদুল আলম রাসেল, প্রশাসন বিভাগে জাহিদুল আলম তানিন, হিসাব বিভাগের প্রধান মোহাম্মাদ আল মামুন, ক্লাবটির চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন পীযুষ সরকার, অফিস বাবস্থাপক হিসেবে মাজহারুল হক পলিন, এবং তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত আছেন মিঃ মাহবুব রহমান রাজু।

‘ক্লাব ইলেভেন’ কে শুরু থেকে যিনি নেতৃত্ব দিয়ে আসছেন তিনি হচ্ছেন প্রশাসন বিভাগের প্রধান মিঃ জাহিদুল আলম তানিন এবং অন্যান্য খেলোয়াড়দের মধ্যে রয়েছে, আজগর হায়দার, মাজহারুল হক পলিন, রনি খান, মাহবুব রাজু, মাশরুর রহমান, ইব্দিত সিফাত প্রিয়ম, ইরতেজা সাক্লাইন দিন আরিফ (শান্ত), মুনাকিব মঞ্জুর, আল আমিন নিলয়, তৌহিদুর রহমান জারিফ, মশিউর রহমান (অপু), মজাম্মেল আহমেদ (এমিল), রহান খান, সাকিব আলফজ, অনন্য প্রভাত দৃক, সাইদ ওসামা, শাহাদাৎ হোসেন, তাশফিম আহমেদ, সাব্বির হোসেন আবেদ, রায়ান আনোয়ার, ও মোঃ জহির হোসেন।
165993_417761688267228_105030751_n

”ক্লাব ইলেভেন’ দলের ছবি

 

উল্লেখ্য, ক্লাবটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছেন “Comfit Composite knit Limited”।