বাংলাদেশে আন্ডারগ্রাউন্ড ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এতে অংশ নিচ্ছে স্কুলকলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ সব বয়সের ফুটবল প্রেমিরা। তারা নিজ উদ্যোগে দল গঠন করছে এবং প্রতিভা দেখানোর সুযোগ নিজেরাই সৃষ্টি করছে।

তবে পৃথিবীতে রয়েছে বাংলাদেশে গড়ে ওঠা ” ক্লাব ইলেভেন ” এর মত সেমি-প্রফেশনাল ক্লাবও। এছাড়াও ক্লাবগুলো তাদের দলের নাম নিজেদের পছন্দ অনুযায়ী রেখে আন্ডারগ্রাউন্ড ফুটবলকে করে তুলছে আরও আকর্ষণীয়। জানা মতে, এফ সি ড্যাগারস, সেভেন নেশন্স, সকার নাইটস, এফ সি ইন্টারনাজিওনাল, পজাইডন, এফ সি লোকমডিস, ডেডলি অ্যালায়েন্স, অলস্টার, এফ সি মেটাল মেশিন, এফ সি ক্রোনিক্স, টিম কিক অফ, ষ্ট্রীটবলারস, ও এফ সি ফাণ্টমস ইত্যাদি নামগুলো দেখে অদ্ভুত মনে হলেও আকৃষ্ট করছে দর্শকদের এবং প্রসার ঘটাচ্ছে বাংলাদেশ আন্ডারগ্রাউন্ড ফুটবলের।

তবে এটা সত্য, এসব খেলোয়াড়দের যদি ঠিক মত যত্ন এবং প্রশিক্ষণ দেয়া হয় তাহলে এখান থেকেই হয়তো ভবিষ্যতে বেড়িয়ে আসতে পারে আন্তর্জাতিক মানের ফুটবলার, এতে কোন সন্দেহ নেই।