বাংলাদেশে হয়ে যাওয়া তিন সিটি নির্বাচনে ভোট কারচুপির প্রমাণ পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) । বুধবার এক বিবৃতিতে ইইউ-র মুখপাত্র ক্যাথরিন রে জানিয়েছেন, শান্তিপূর্ণ আর স্বচ্ছ নির্বাচন আয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও, ঢাকা ও চট্টগ্রামের নির্বাচনে ভোট কারচুপি ও সহিংসতার ঘটনা ঘটেছে।

ইইউ আরও বলছে, নির্বাচনে ভোটাররা তাদের নিজেস্ব মতামত প্রকাশের সুযোগ পায়নি। অনিয়ম ও সহিংসতার যেসব অভিযোগ উঠেছে, সেগুলো তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

এর আগে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন, অনিয়ম ও সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন এবং তদন্তের আহ্বান জানিয়েছেন ।

তবে বাংলাদেশের নির্বাচন কমিশন দাবি করছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।

-বিবিসি বাংলা