চিকিৎসার জন্য বুকে তীব্র ব্যথা নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জানিয়েছেন তার প্রেসসচিব ইহসানুল করিম। তিনি জানিয়েছেন বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়বেন।

প্রেসসচিব বলেন, গত ২৬ এপ্রিল রাষ্ট্রপতি বুকে ব্যথা নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।