খুলনায় বাংলাদেশ ও সফররত পাকিস্তানের মধ্যেকার প্রথম টেস্টে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশ দলের মোট সংগ্রহ ৭৩ ওভারে ১৮৭ রান ২ উকেটের বিনিময়য়ে।

বাংলাদেশের হয়ে এখন ব্যাট করছে মমিনুল ইসলাম ব্যক্তিগত ৫৩ রান করেন ১১৬ বল খেলে এবং বিশ্বকাপের নায়ক মাহামুদ্দুল্লা রিয়াদ ব্যক্তিগত ৪৯ রান করেন ১১৭ বলে খেলে। তারা এখনও দক্ষতার সাথে ব্যাট করছেন।

এই টেস্টে অভিষেক হয়েছে বাংলাদেশের দলের সৌম্য সরকার ও মোহাম্মদ শহীদের।

উল্লেখ্য, পাকিস্তান দলকে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হারানো যতটা সহজ হয়েছে, টেস্টে হারানো ততটা সহজ হবে না বলে ধারণা করেছেন বিশ্লেষকরা। তবে সকলে মনে করছেন বাংলাদেশ দল এবারও ছিনিয়ে আনবে বিজয়ের মুকুট।