আজ (মঙ্গলবার) সকাল ৮ টায় দেশের দুই প্রধান নগরী ( ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ) একযোগে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু অভিযোগ উঠে এসেছে নানা অনিয়ম আর জাল ভোটের কথাও। এতে ঢাকার নয়া পল্টন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএ দক্ষিণ ও উত্তরের বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বয়কটের ঘোষণা দেন।

বিএনপি সমর্থিত প্রার্থীরা অভিযোগ করেন তাদের পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে, হচ্ছে ভোট দখল করা, এবং ব্যালটবাক্স দখল করার মত অপ্রীতিকর ঘটনাও।

দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থী মীর্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসও অনিয়মের অভিযোগ করেছেন।

চট্টগ্রাম বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে এক প্রেস ব্রিফিংএ নির্বাচন বর্জন করার ঘোষণা দেন।