হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন বা এইচএসবিসি ব্যয় কমাতে যুক্তরাজ্য থেকে প্রধান কার্যালয় সরিয়ে নেয়ার কথা ভাবছে। অর্থনৈতিক সংকটের কারণে ব্যয় কমাতে প্রতিষ্ঠানের নিয়মনীতি আর কাঠামোগত পরিবর্তনের পর এই বিষয়টি তাদের বিবেচনায় এসেছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। তবে নতুন কার্যালয়ের জন্য এখনো কোন দেশ নির্দিষ্ট করা হয়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যে প্রতিবছর যে কর দিয়ে থাকে, তার হার কমাতেই তাদের এই নতুন সিদ্ধান্ত।

সূত্রঃ বিবিসি