গতকাল হয়ে যাওয়া বাংলাদেশে বনাম পাকিস্তানের মধ্যকার টি-টুয়েন্টি ম্যাচে পাকিস্তানের হয়ে নেতৃত্ব দিতে বাংলাদেশে এসেছিল আফ্রিদি কিন্তু তাতেও পাকিস্তানের শেষ রক্ষা হল না। আবারো ক্রিকেট ইতিহাসে পাকিস্তানকে হারিয়ে রেকর্ড গড়ল টাইগাররা।

পাকিস্তান প্রথমে খেলতে নেমে ৫ উইকেটে ১৪১ রান করে। জবাবে বাংলাদেশে ১৬ ওভার ২ বলে ৭ উইকেট হাতে রেখেই সংগ্রহ করেন ১৪৩ রান এবং ছিনিয়ে আনে জয়। ব্যক্তিগত অর্ধশতক রান করে ম্যাচ সেরা হয়েছেন সাব্বির রহমান। পাকিস্তানের বিরুদ্ধে টি-টুয়েন্টিতে এটিই বাংলাদেশের প্রথম জয়।

এর আগে ষোল বছর পর ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ।