শরীয়তপুর শহরে বন্দুক ও দেশীয় অস্ত্র সহ একজন আটক
গতকাল শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে দেশীয় অস্ত্র টেটা, রামদা ও দেশীয় তৈরী ২টি বন্দুক, তিনটি গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী অপর আসামী পালিয়ে যায়। কোর্ট পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান বাদী হয়ে পালং থাকায় অস্ত্র আইনের আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। অন্যান্য দিনের মত গতকাল কোর্ট এলাকায় দায়িত্ব পালন কালে ডিএসবি পুলিশ সদস্য জাকির ও জাহাঙ্গীর দেখতে পায় জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ দিকের প্রধান ফটক দিয়ে দুইজন লোক হাতে টেটা, রামদা ও একটি ব্যাগ সহ তাড়াহুড়া করে জজ কোর্টের দিকে যায়। ডিএসবি সদস্য জাকির ও জাহাঙ্গীর একজনকে আটক করে কোর্ট পুলিশের কাছে হাজির করলে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ২টি দেশীয় তৈরী একনালা বন্দুক, তিনটি গুলি, একটি টেটা ও একটি রামদা পায়। আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার নাম রুহুল আমিন মাদবর ওরফে টিটু মাতবর, তার বাবার নাম আলী আহম্মদ মাদবর, সে নড়িয়া থানার দক্ষিন চাকধ এলাকার বাসিন্দা। তার সাথে পালিয়ে যাওয়া সহযোগীর নাম ইদ্রিস সরদার, পিতা মঙ্গল সরদার। পুলিশ জানায় বিষয়টি তদন্ত করে মুল রহস্য বের করা হবে।
0 Comment