নিরাপত্তার  প্রশ্নে খালেদার আইনজীবী আরো  বলেন, “উনার জানমালের নিরাপত্তা। সংবিধানে আছে জানমালের নিরাপত্তা দেওয়ার কর্তৃপক্ষ হলো সরকার… সেই ধরনের নিরাপত্তা।”

জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ৫ এপ্রিল রোববার ধার্য করা হয়েছে। ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অধিনে এই মামলা টি শুনানী হবে।