ইংল্যান্ডের লিঙ্কনশায়ার কাউন্টির এক দম্পতি দু বছরে দুইবার এক মিলিয়ন পাউন্ডের লটারি জিতেছে। ডেভিড লং এবং তার স্ত্রী ক্যাথলিন ২০১৩ সালে প্রথমবারের মত ১০ লাখ পাউন্ড জিতেছিলেন। এরপর গত ২৭মার্চ দ্বিতীয়বারের মত ইউরো-মিলিয়ন লটারিতে একই অঙ্ক জিতেছেন এই দম্পতি । ডেভিড লং পেশায় একজন ট্রাকচালক ছিলেন। তবে লটারি জেতার তিনদিন পর বিরল এই ভাগ্যবান ট্রাকচালক অবসর চলে যান। এখন সুখেই কাটছে তাদের জীবন।

সূত্রঃ বিবিসি