ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন হলো অষ্ট্রেলিয়া
বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলায় নিউজল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো অষ্ট্রেলিয়া।
রবিবার সকাল সাড়ে ৯টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হওয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার শিরোপা জয়ের মহারণে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। অষ্ট্রেলিয়ার পেসারদের বোলিং তোপে ৪৫ ওভারে মাত্র ১৮৪ রান করে অলআউট হয়ে যায় অষ্ট্রেলিয়া। নিউজল্যান্ডের পক্ষে ইলিয়ট সর্বোচ্চ ৮৩ রান করেন। এ ছাড়া রস টেইলর করেন ৪০ রান। প্রথমে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজল্যান্ড। চতুর্থ উইকেট জুটিতে ইলিয়ট ও রস টেইলস ১১১ রানের জুটি করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। তারপর আর কোন ব্যাটসম্যান ক্রিজে টিকতে পারেনি। অষ্ট্রেলিয়ার পক্ষে তিনটি করে উইকেট পান অলরাউন্ডার জেমস ফকনার ও স্পিডস্টার মিচেল জনসন। মিচেল স্টার্ক পান ২ উইকেট। এ ছাড়া অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল পান এক উইকেট।
১৮৫ রানের সহজ টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমে প্রথমেই ২ রানের মাথায় অ্যারোন ফিঞ্চের উইকেট হারায় অজিরা। পরে ডেভিড ওয়ার্নার ও স্টীভ স্মীথ দলকে টেনে নিয়ে যেতে থাকেন। ব্যক্তিগত ৪৫ রান করে আউট হন ডেডিড ওয়ার্নার।এর পর দলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক ও স্টিভ স্মীথ মিলে দলকে জয়ের দাঁড়প্রান্তে এনে অধিনায়ক মাইকেল ক্লার্ক দলীয় ১৭৫ রানের মাথায় ব্যক্তিগত ৭৪ রান করে আউট হলে স্মীথ ৫৬ রান করে দলকে চ্যম্পিয়ন করে মাঠ ছাড়েন। শেন ওয়ার্টসন ২ রানে অপরাজিত থাকেন। নিউজল্যান্ডের পক্ষে হেনরী ২ উইকেট পান। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান অলরাউন্ডার জেমস ফকনার। এ ছাড়া ম্যান অব দা সিরিজ পুরস্কার পান মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক পুরো বিশ্বকাপে ২২টি উইকেট নেন। এ ছাড়া বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন নিউজল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল।
অষ্ট্রেলিয়া এই নিয়ে পঞ্চম বারের মত বিশ্বকাপ জিতলো। অধিনায়ক মাইকেল ক্লার্ক দলকে বিশ্বকাপ জিতিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন।
0 Comment