কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও ব্যাপক কারচুপির মধ্য দিয়ে চলছে চাঁদপুর পৌরসভা নির্বাচন । সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও ১০/১৫ মিনিট পর থেকেই জাল ভোট শুরু হয়। অধিকাংশ বুথ থেকে মুহূর্তেই হাওয়া হয়ে যায় মেয়র পদে ব্যালট পেপার। এ কারণে ৫টি কেন্দ্রে ভোট গ্রহণ সকাল ৯টা থেকে স্থগিত রাখা হয়। এ নিয়ে ভোটার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সাথে চলে বাক-বিতণ্ডা। সরকার দলীয় নেতাকর্মীরা ভোট কেন্দ্রগুলোতে প্রভাব বিস্তার করায় সাধারণ ভোটাররা নিরাপদে ভোট দিতে পারছে না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাইনে দাঁড়ানো ভোটারদের ওপর অকারণে লাঠিচার্জ করে। ভোটাররা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সুযোগে শাসকদলীয় সন্ত্রাসীরা কেন্দ্রে ডুকে ব্যালট পেপার ছিনিয়ে সিল মারে বলে অভিযোগ করেন মেয়র প্রার্থী শফিকুর রহমান ভূইয়া। শহরের সড়কগুলোতে র‌্যাব,বিজিবিসহ অন্যান্য বাহিনীর কড়া টহল থাকলেও ভোট কেন্দ্রের ভিতরের চিত্র ছিল ভিন্নতর।