শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “চলমান আন্দোলন থেকে দৃষ্টি ফেরাতে সরকার সিটি করপোরেশন নির্বাচনের নতুন খেলা শুরু করেছে। তারা ভেবেছে, বিএনপি আন্দোলনে আছে, সিটি করপোরেশন নির্বাচনে আসবে না।’’

সরকারের পাতা ওই ‘ফাঁদে’ বিএনপি ‘পা দেবে না’ মন্তব্য করে খন্দকার মাহবুব বলেন, “এই নির্বাচন দিয়ে আপনাদের ফাঁদে আপনারাই পড়েছেন। যে মুহূর্তে বিএনপি নির্বাচনে অংশগ্রহণের নির্দেশনা দেবে, জনগণ ঢাকা ও চট্টগ্রামের রাস্তায় নেমে আসবে। জেল-জুলুম-গ্রেপ্তারের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। গ্রেপ্তার করে বিএনপি প্রার্থীদের পরাজিত করা যাবে না।”

তিনি বলেন, “সরকারকে বলব, সিটি নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে যে অনিশ্চয়তা রয়েছে, তা দূর করতে হবে। সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। তাহলেই বিএনপি এই নির্বাচনে নিশ্চিত অংশ নেবে।”

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে ‘দেশে গুম-খুন-পেশাজীবীদের নির্যাতন, বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ’ শীর্ষক আলোচনা সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বিএনপির অবস্থান তুলে ধরে বলেন, “আজ যদি আমরা সিটি নির্বাচনে না যেতাম, তাহলে সরকার সবচেয়ে বেশি খুশি হত। তারা বর্হিবিশ্বের কাছে বলত- বিএনপি নির্বাচনের বিশ্বাস করে না,  তারা জঙ্গি সংগঠন হয়ে গেছে।”