ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিলের পর বিএনপির অংশগ্রহণ নিয়ে আলোচনার মধ্যে শনিবার কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের একথা বলেন।

সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এই নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে আওয়ামী লীগ।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু শনিবারও বলেছেন, বিএনপিকে সিটি কর্পোরেশন নির্বাচনে চায় সরকার।

তথ্যমন্ত্রী ইনু বলেন, “নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। তবে জ্বালাও-পোড়াওয়ের জন্য যে মামলা রয়েছে তার থেকে রেহাই পাবেন না।”

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত আড়াই মাস ধরে বিএনপির হরতাল-অবরোধে সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

গাড়িতে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার কয়েকটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামিও করা হয়েছে।

ইনু বলেন, “খালেদা জিয়া একাত্তরের গণহত্যার মতো পরিকল্পিত হত্যাকাণ্ড চালাচ্ছেন। সুতরাং নির্বাচন বর্জন করুক অথবা নির্বাচনে অংশ গ্রহণ করুক, বেগম খালেদা জিয়া আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে পরিকল্পিত হত্যাকাণ্ডের মামলা থেকে তাকে রেহাই দেওয়া হবে না।”

“গাছেরটাও খাবেন, আবার তলারটাও কুড়াবেন? বাংলাদেশেও থাকবেন, আবার রাজাকারিও চালাবেন? এরকম দ্বি-মুখী নীতি বাংলাদেশে আর চলবে না,” বলেন তিনি।

তথ্যমন্ত্রী শনিবার তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নওদা বহলবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন। ওই সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।