গ্রাফিক নভেলে মুজিব
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে তার ৯৫তম জন্মবার্ষিকীতে ২৪ পৃষ্ঠার এই কমিকস প্রকাশ করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই); যার শিরোনামও রাখা হয়েছে ‘মুজিব’। বলা হচ্ছে, এটিই দেশের প্রথম জীবনীভিত্তিক ‘গ্রাফিক নভেল’।
মঙ্গলবার ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এই গ্রাফিক নভেলের মোড়ক উন্মোচন করেন তার নাতি, সিআরআই এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তার হাত ধরেই ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
১৯৬৭ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ অবস্থায় স্ত্রী ও সহযোদ্ধাদের উৎসাহে আত্মজীবনী লেখার কাজে হাত দিয়েছিলেন শেখ মুজিব, যা আর শেষ করা হয়নি। ৪৪ বছর পর তার মেয়ে শেখ হাসিনার হাত দিয়ে সেই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই আকারে প্রকাশিত হয়।

বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব প্রকাশনা অনুষ্ঠানে বলেন, নানাকে তিনি দেখেননি। ছোটবেলায় মা ও খালার কাছে শোনা গল্পের মধ্য দিয়ে নানার সঙ্গে তার পরিচয়।“আমি যখন স্কুলে পড়তাম, আমার বন্ধুদের অনেকেই নানার নাম জানত না। অনেক সময় টিচাররাও নানার পরিচয় ও নাম বলতে নিষেধ করতেন। এটা নিয়ে মায়ের সঙ্গে অনেক অভিমান হতো। মা বলতেন ধৈর্য্য ধরতে। একটু বড় হওয়ার পর ভাবলাম কি করা যায়.. যাতে নানাকে আমাদের বয়সীরা চিনতে পারে।”
সেই চিন্তার পথ ধরেই শিল্পী সৈয়দ রাশাদ ইমাম তন্ময় ও এবিএম সালাউদ্দিন ষুভ’র অঙ্কনে বঙ্গবন্ধুর আত্মজীবনী অবলম্বনে প্রকাশিত হলো ‘মুজিব’।
“আজ এই বইটা হাতে নিয়ে খুব আনন্দ লাগছে। আশা করি সকলেই পছন্দ করবে। নাতি হয়ে নানার জন্য এই ক্ষুদ্র কাজটুকু করতে পেরে অনেক ভালো লাগছে”, বলেন রাদওয়ান।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কার্টুনিস্ট আহসান হাবিব বলেন, “এ বইটি প্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশ প্রথম বায়োগ্রাফিক নভেল পেল। আমরা যারা কার্টুন করি, এটা তাদের জন্য অনেক বড় বিষয়।”তিনি বলেন, “বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় শিশু কর্নারে কার্টুন বা কমিকের স্থান হয় না। আমরা বেশ কয়েক বছর ধরে এ বিষয়টা নিয়ে চেষ্টা চালাচ্ছি। এখন বঙ্গবন্ধুকে নিয়ে এই গ্রাফিক নভেলের জন্য হলেও হয়তো আমদের একটি স্থান হবে।”
শিশুদের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে ‘এর চেয়ে ভালো জিনিস’ আর হতে পারে না বলেও মন্তব্য করেন রম্যলেখক আহসান হাবিব।
অবশ্য কার্টুনিস্ট রফিকুন নবীর মতে, কেবল শিশুদের জন্য নয়, বড়দেরও সমান ‘কাজে লাগবে’ এই গ্রাফিক নভেল।
“তবে নভেল শব্দটি নিয়ে আমার আপত্তি আছে, নভেল বলতে কাল্পনিক কোনো কাহিনী বোঝায়। বঙ্গবন্ধু তো কাল্পনিক নন। তিনি বাস্তব।”
অনুষ্ঠানে এর ব্যাখ্যা দেন সিআরআই এর নির্বাহী পরিচালক সাব্বির-বিন শামস।

তিনি বলেন, “গ্রাফিক নভেল একটি নতুন টার্ম। বঙ্গবন্ধুর সময়ে আমরা কেউ ছিলাম না। তাই তাকে চিত্রায়িত করতে কল্পনার আশ্রয় নিতে হয়েছে। তবে তার গল্পগুলো ফ্যাক্ট। এ কারণেই গ্রাফিক নভেল।”‘মুজিব’ এর প্রথম খণ্ডে বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, জন্ম ও শৈশব, ছোটবেলাতেই চোখে চশমা ওঠার ঘটনা ও প্রথম জেলে যাওয়ার গল্প এসেছে। এর দাম রাখা হয়েছে ২০০ টাকা।
সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে বঙ্গবন্ধুর প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং বাঙালির স্বাধীনতার সংগ্রামের অন্যান্য বিষয় নিয়ে ধাপে ধাপে প্রকাশিত হবে আরও ১২টি খণ্ড।
অন্যদের মধ্যে সংসদ সদস্য তারানা হালিম ও অভিনেত্রী সারা যাকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
0 Comment