মঙ্গলবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করতে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে টুঙ্গিপাড়া পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের অন্যান্য কর্মসূচি শুরু করবেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে আরও বলা হয়, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সমাধি সৌধ কমপে¬ক্সের পাবলিক প্লাজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দিবেন প্রধানমন্ত্রী।
আলোচনাসভা শেষে দর্শক সারিতে বসে শিশু কিশোরদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন তিনি।
এরপর সেখানে জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজিত গ্রন্থ মেলার উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ দিনদিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করে সরকার।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি সফল করার সমস্ত প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা হচ্ছে। এ লক্ষ্যে সশস্ত্র বাহিনী, আইনশৃংখলা রক্ষা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসন কাজ করে যাচ্ছে।
0 Comment