আসিফ-বিপু-রনি পরিষদের জয়
বেইন ২০১৯ নির্বাচনে আসিফ-বিপু-রনি পরিষদ জয়ী হয়েছেন। অনাকাঙ্খিত কিছু ঘটনার জন্য নির্বাচন বিকেল ৫ টায় শেষ হবার কথা থালেও তা শেষ হয় দুপুর ৩টায়। প্রতিযোগিতা মুলুক এইবারের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী আসিফ বাবু ৫৪% ভোট বেশি পেয়ে জয়ী হন। তিনি মোট ভোট পেয়েছেন ৪৪৫ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোকা-নবী-সামী পরিষদের খোকা পেয়েছেন ৩৬৫ ভোট।
আসিফ-বিপু-রনি পরিষদের ভাইস প্রেসিডেন্ট ইমরান বাকী বিপু মোট ভোট পেয়েছেন ৪২৭ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ নবী পেয়েছেন ৩৮৫ ভোট।
আসিফ-বিপু-রনি পরিষদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে জয়ী হন তানভীর মুরাদ। তিনি ভোট পেয়েছেন ৬২৬ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজিবুর রহমান পেয়েছেন ৩৯১ টি ভোট।
খোকা-নবী-সামি পরিষদ থেকে ওমর ফারুক সামি ৫২% ভোট বেশি পায়ে জেনারেল সেক্রেটারি জয়ী হন। সামি মোট ভোট পেয়েছেন ৪২৩ টি। তার নিকটতম প্রতিদ্ধন্ধী শহিদুল ইসলাম রনি পেয়েছেন ৩৮৭টি ভোট।
Position | Asif-Bipu-Roni | Khoka-Nobi-Sami |
President | 54% ( 445 ) | 44% (365) |
Vice President | 52% ( 427) | 47% (385) |
General Secretary | 47%(387) | 52% (426) |
Assistant General Secretary | 52% ( 426 ) | 48% ( 391 ) |
নির্বাচনে জয়ী হয়ে আসিফ-বিপু-রনি পরিষদের মিডিয়া সেক্রেটারি মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন ” আজকে আমরা ৩৩ জন থেকে ১৫ জন নির্বাচিত হয়েছে। কিন্তু আমি বলবো নির্বাচিত হয়েছে ৩৩ জন , নির্বাচিত হয়েছে বাংলাদেশী। আমরা বেইনেয় জন্য কাজ করবো , একটা পরিবার হয়ে কাজ করবো। অন্য প্যানেল থেকে যারা জয়ী হয়েছে আমরা তাদেরকে অভিনন্দন জানাই। ”
আপডেট : বেইন ইলেকশন কমিশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বিঃদ্রঃ এই নির্বাচন বিষিয়ক খবরটি আমরা ফেইসবুক থেকে সংগ্রহ করেছি ।
0 Comment