একটি আধুনিক বেইন গঠনে খোকা-নবী-সামির অঙ্গিকার
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বোস্টনের নিউ ইংল্যান্ডবাসীদের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন) এ আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিবার্ষিক নির্বাচন। বেইনের নির্বাচন কড়া নাড়ছে দোরগোড়ায়। আর তাই দীর্ঘ সময় পর বাংলাদেশী কমিউনিটি বেইনের লোকজন নির্বাচনী আনন্দে মেতে উঠেছে। উৎসব মুখর এই পরিবেশে সুযোগ এসেছে প্রত্যক্ষ ভোটে সৎ, যোগ্য ও আধুনিক নেতৃত্ব নির্বাচনের। আসন্য নির্বাচনে দু’টি প্যানেলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে দু’টি প্যানেলের নাম খোকা–নবী–সামি এবং আসিফ–বিপু–রনি ঘোষনা করেছেন স্ব স্ব পরিষদ।
বেইনকে একটি আধুনিক ও কমিউনিটি বান্ধব সংগঠন করার জন্য সকলের সুচিন্তিত ভোটের প্রয়োজন। আর তাই নির্বাচনী প্রচারণার মাধ্যমে সকলকে উদবুদ্ধ করার জন্য মাঠে নেমেছে একদল অভিজ্ঞ ও তারুন্যের সমন্বয়ে গড়ে ওঠা একটি অনন্য দল খোকা–নবী–সামি পরিষদ। “Better BANE, better community” এই আদর্শ নীতিবাক্য নিয়ে এগিয়ে যাওয়া খোকা–নবী–সামি পরিষদ নির্বাচনী প্রচারনায় অবলম্বন করছে আধুনিকতা।
খোকা–নবী–সামি পরিষদে যারা আছেন তারা হলেন – মাহবুব এ খোকা সভাপতি, আহামাদ নবী সহসভাপতি ও ওমর এফ সামি সাধারণ সম্পাদক পদে। এছাড়া অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন – রাজিবুর রহমান, শহিদুল আলম, রেহানা পারভীন ইতি, নুর মোহাম্মদ, এস এম সাজ্জাদ হোসেন, সবুজ বড়ুয়া, নুর মোহাম্মদ খন্দকার আরিফুল হক, হাসিবুর রহমান, নাটো বড়ুয়া, নুর মোহাম্মদ, নাহিদ আকতার ও ফরহাদ উদ্দিন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ভিডিও প্রচারের মাধ্যমে তাদের বক্তব্য ও নির্বাচনী প্রচারনার কাজ গুলো চালিয়ে যাচ্ছে। আসন্য বেইনের নির্বাচনকে সামনে রেখে তারা নিয়মিত ক্যাম্পিং করে যাচ্ছে বিভিন্ন হোটেলে এবং মসজিদে। আর এইসব ক্যাম্পিং–এর ঝটিকা চিত্রও তারা তুলে ধরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একগুচ্ছ আধুনিক কর্ম পরিকল্পনা নিয়ে ভোটারদের মনে দারুণ সারা ফেলছে খোকা–নবী–সামি প্যানেল। এই প্যানেলেই ভরসা করছেন নবীন–প্রবীন সকলে। বেইন এর প্রাক্তন নেতৃবন্দও একে একে যুক্ত হয়ে এ প্যানেলকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে।
বেইনের বর্তমান প্রেসিডেন্ট নোমান চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতিতে জানিয়েছেন তার দৃঢ় বিশ্বাসের কথা। তিনি বলেন যে এইসব সৎ এবং উদ্যমী মানুষগুলো প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রগতিশীল সুন্দর নিরপেক্ষ সমাজ বিনির্মাণ করে এই সমাজটিকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিবে পারবে।
বেইনের প্রাক্তন সভাপতি তামান্না কারিম খোকা–নবী–সামি প্যানেলকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন যে – তিনি আশা করেন নিরপেক্ষ সমাজ কল্যাণের মাধ্যমে খোকা–নবী–সামি প্যানেল বেইনকে একটি নতুন পর্যায়ে পৌঁছে দিতে সমর্থ।
বজলুল ওয়াহাব শাহীন বেইনের প্রাক্তন সাধারণ সম্পাদক, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতিতে খোকা ও সামি সাথে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থেকে জানিয়েছেন তার আস্থার কথা। তিনি বলেন এই সমস্ত উদ্যমী মানুষগুলোই পারবে একটি প্রগতিশীল সুন্দর নিরপেক্ষ সমাজ গঠনের মাধ্যমে নিউ ইংল্যান্ডবাসীকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিতে। তিনি আর জানিয়েছেন যে তিনি খোকা–নবী–সামি পরিষদের পূর্ণ সমর্থক।
এছাড়াও বেইনের প্রাক্তন সাবেক সভাপতি বামন দাস বসু, বেইনের প্রাক্তন সাধারণ সম্পাদক মেহেদি ইমাম, নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেন্টেটিভ আবুল খান শাহিন সহ প্রমুখ এই প্যানেলের প্রতি আস্থা ও পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন।
বেইনের নির্বাচনকে ঘিরে সবার দৃষ্টি এখন নভেম্বরের ৯ তারিখের দিকে। নির্বাচনী প্রচারনায় আধুনিকতা অবলম্বন করে খোকা–নবী–সামি প্যানেল জাগিয়েছে প্রশংসনীয় সারা। একটি আধুনিক বেইন নির্মাণে তাদের রয়েছে একগুচ্ছ পরিকল্পনা যা কমিউনিটির জনসাধারণকে যথেষ্ট আগ্রহী করে তুলছে। আশা করা যাচ্ছে খোকা–নবী–সামি প্যানেল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)এ জয়যুক্ত হয়ে নিউ ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশী কমিউনিটির আশা পূরণে সমর্থ হবে।
উল্লেখ্য যে , ইতিমধ্যে আসিফ-বিপু-রনি পরিষদ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত খোকা–নবী-সামি পরিষদের পূর্ণাঙ্গ ইশতেহার এখনো প্রকাশিত হয়নি। আশা করা যাচ্ছে আগামী ১লা নভেম্বর, প্যানেল পরিচিত সমাবেশে তাদের ইশতেহার ঘোষণা করবেন।
0 Comment