খোকা-নবি-সময় পরিষদ থেকে ওমর ফারুক সামি জেনারেল সেক্রেটারি পদে জয়ী হয়েছেন। সামি ভোট পেয়েছেন ৪২৩ টি। তার প্রতিদ্বন্দ্বী আসিফ-বিপু-রনি পরিষদের শহিদুল ইসলাম রনি ভোট পেয়েছেন ৩৮৭ টি।

নতুন এই বেইনর সংগঠনটি পরিচালিত হবে দুটি প্যানেলৰ সম্বনয়। আসিফ-বিপু-রনি থেকে আসিফ প্রেসিডেন্ট এবং খোকা-নবি -সময় পরিষদ থেকে ওমর ফারুক সামি জেনারেল সেক্রেটারি।

ওমর ফারুক সামির ব্যাক্তিগত একটা ইমেজ রয়েছে বোস্টন ও এর আশপাশের সিটিগুলুতে। বিশেষ করে বিপদে মানুষের পশে এসে দাঁড়ানো। বাংলাদেশের একটি পথ শিশুর কে সময় ৫ হাজার মার্কিন ডলার দেবার ইচ্ছা প্রকাশ করেছিলেন বেশ কিছু দিন আগে। যে পথ শিশুটি আগুন নেভাতে সাহায্য করেছিল।

ওই ঘটনর পর থেকে সময় দেশে বিদেশে আলোচনায় চলে আসে। টিভি মিডিয়াতে এই সামি কে নিয়ে আলোচনা করতে দেখা যায়।

সেই সময় এখন বাইনের জেনারেল সেক্রেটারি।