আমেরিকার বোস্টন সিটিতে আগুন লেগে ২ জন আহত
গত সোমবার দুপুরে আমেরিকার বস্টন এর মেটাপান এলাকিয়ার এক বাড়িতে আগুন লাগে । ২ জন আহত হয় । আহতদের দুজনই দাঁতের ডাক্তার ।
যে বাড়িতে আগুন লাগে, বাড়িটি ছিল তিন তোলা ও কাঠের তৈরী । ওই বাড়িতে একটি ডেন্টাল অফিস ছিলো , বাবা ও ছেলে দুজনই ডেন্টাল ডাক্তার। দমকল বাহিনী এসে তাদের দুজনকে উদ্দার করে নিকটবর্তী হসপিটালে নিয়ে যায় ।
বাড়ির অনেক কাছে একটা পেট্রল পাম্প অবস্তিত । কিন্তু আগুন ওই পাম্প পর্যন্ত পৌঁছাতে দেয়নি বস্টনের দমকল বাহিনী। তারা টানা ৪ ঘন্টা চেষ্টা করে আগুন নিভান।
0 Comment