রোববার সকাল ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে । মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মারকাজের শূরা সদস্য মাওলানা মুহাম্মদ সাদ। মোনাজাতে মুসলিম জাহানের কল্যাণ কামনা করা হয়। মোনাজাত শুরু হয় বেলা ১১টা ৮ মিনিটে, শেষ হয় বেলা ১১টা ৩২ মিনিটে।

মোনাজাতের আগে লাখো মানুষ ইজতেমা ময়দানে চটের সামিয়ানার নিচে বয়ান শোনেন। ইজতেমার মাঠেও সব মুসুল্লিদের জায়গা না হাওয়ায় আশেপাশের অলিগলি ও রাস্তায় পাটি, খবরের কাগজ, পলিথিন বিছিয়ে তাতেই অবস্থান নেন অনেকে।

গণভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানাসহ নিকটাত্মীয়। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও সেখানে ছিলেন।