পোশাক শিল্পে এই প্রথম স্যাটেলাইট ক্লিনিক
আজ রবিবার “কম্পফিট কম্পোজিট নিট লিমিটেড (সি.সি.কে.এল) তাদের কারখানা প্রাঙ্গনে স্যাটেলাইট ক্লিনিক বা উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপন করতে চুক্তিবদ্ধ হয়েছে যা বাংলাদেশ পোশাক শিল্পে এই প্রথম। (সি.সি.কে.এল) তাদের সার্বিক সহযোগিতা দেওয়ারও ঘোষণা এই অনুষ্ঠানে। এই উদ্যোগে তারা গর্বিত এবং তারা মনে করেন এর ফলে কোম্পানি আরও স্বয়ংসম্পূর্ণ হবে।
পোশাক শ্রমিক ও কর্মকর্তারা এই কেন্দ্র থেকে মৌলিক চিকিত্সা পাবে এবং বিভিন্ন রক্ত পরীক্ষার রিপোর্টও প্রদান করতে সক্ষম হবে কেন্দ্রটি। তৈরি পোশাক খাতে ধরনের উদ্যোগ এই প্রথম নিয়েছে “কম্পফিট কম্পোজিট নিট লিমিটেড” (সি.সি.কে.এল)। এই ধরণের ধারণাকে অত্যন্ত প্রশংসা করে কুমুদিনী হাসপাতালের কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন কোম্পানিটি।
অনুষ্ঠান চলাকালে কিছু ছবি
এই স্থাপনার ফলে তারা তাদের কর্মচারীবৃন্দদের উন্নত স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে সক্ষম হবে বলে আশাবাদ বাক্ত করেছেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। উভয় পক্ষ (সি.সি.কে.এল) ও কুমুদিনী ক্লিনিক একটি ইতিবাচক অগ্রগতি নিশ্চিত করবে বলে চুক্তি (এমওইউ) আবদ্ধ হয়। অনুষ্ঠানটিতে (সি.সি.কে.এল) ও কুমুদিনী ক্লিনিক এর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন,
(সি.সি.কে.এল) এর হয়ে উপস্থিত ছিলেন, জনাব আনিস সালাউদ্দিন আহমেদ (পরিচালক), জনাব আকবর হায়দার মুন্না (পরিচালক),জনাব কাওসার আলী (সিওও), জনাব আজগর হায়দার (পরিচালক),জনাব জুবায়ের (সিনিয়র ম্যানেজার অ্যাডমিন)।
অন্যদিকে ‘কুমুদিনী ক্লিনিক’ এর হয়ে উপস্থিত ছিলেন, অধ্যাপক হালিম (প্রিন্সিপাল), ডঃ দুলাল (পরিচালক), সিস্টার ডেপালি (মেট্রন), জনাব অনিমেষ (প্রশাসক), শ্রীমতি হাসিবা হাসান জয়া (স্বাস্থ্য প্রকল্প সমন্বয়কারী)।
0 Comment