বাংলাদেশ ও সাউথ আফ্রিকার মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নামেন ডি ভিলিয়ার্স ও ডি কক। প্রথম ওভারেই উইকেটের পতন ঘতিয়েছে টাইগাররা।

আরাফাত সানির বলে মাশরাফির হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স।

তার কিছুক্ষণ পরেই নাসির হোসেনের বলে লিটন দাসের হাতে ধরা পড়লেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ডি কক। দলের হয়ে তিনি সংগ্রহ করেছেন ১২ রান।

সাউথ আফ্রিকা দলের এখন পর্যন্ত দলীয় সংগ্রহ ৫ ওভার ২ বলে ৩৬ রান ২ উইকেটর বিনিময়য়ে।

উল্লেখ্য, টাইগারদের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস এর।