জামায়াতের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতা মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল
জামায়াতের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতা জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত।
আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ রায় বহাল রাখার নির্দেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
২০১৩ সালের জুলাই মাসে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের ৫টি ঘটনায় তাকে মৃত্যুদন্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তাকে সাতটি ঘটনার মধ্যে মোট পাঁচটিতে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তবে আপিল বিভাগে মুজাহিদের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এস এম শাহজাহান ও শিশির মনির।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় মুজাহিদ ছিলেন পাকিস্তানী আল-বদর বাহিনীর প্রধান।
0 Comment