মুম্বাই এর একটি হাসপাতালে ১৯৭৩ সালে ধর্ষিত হবার পর থেকেই অচেতন এবং প্যারালাইজড ছিলেন সেবিকা অরুনা শানবাগ। ৪২ বছর ধরে সেখানেই কোমায় থাকার পর সোমবার সকালে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এতদিন তাকে নাকের ভেতর দিয়ে খাওয়ানোর মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল। তবে, ছয়দিন আগে তিনি নিউমোনিয়া আক্রান্ত হন, আর এতে তার অবস্থার অবনতি ঘটে। এরপর সোমবার সকালে তার মৃত্যু ঘটে।

সেবিকা অরুনা শানবাগের ঘটনা নিয়ে ভারতে স্বেচ্ছামৃত্যু বিষয়ক আইন নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে অচেতন থাকা অবস্থায় মিজ শানবাগের তরফে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানানো হলেও, তাতে অনুমতি দেয়নি আদালত।

পঁচিশ বছর বয়সে কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে সেবিকা হিসেবে কর্মরত অবস্থায় একই হাসপাতালের একজন ক্লিনার তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা চালায়। এরপর থেকেই অচেতন এবং প্যারালাইজড ছিলেন সেবিকা অরুনা শানবাগ।

-বিবিসি বাংলা