বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ এর মানসিক বিপর্যয় এখনো কাটেনি। তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে কোনো কথা মনে রাখতে পারছেন না তিনি। একটু আগে যা বলছেন, কিছুক্ষণ পরেই তা ভুলে যাচ্ছেন। বিএনপির একজন নেতা গতকাল রোববার তাঁর সঙ্গে দেখা করে হাসপাতাল থেকে বেরিয়ে এ কথা জানিয়েছেন। তবে সালাহ উদ্দিনের চিকিৎসক জানিয়েছেন, তিনি স্বাভাবিকই আছেন। হাসপাতালে তাঁর যথাযথ চিকিৎসা চলছে।

এদিকে সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ ভিসা পেয়েই গতকাল রাতে শিলংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।