নেপালে গত শনিবার শক্তিশালী ভুমিকম্পের আঘাতে নিহত হয়েছে ৫ হাজারের বেশি মানুষ । আহত হয়েছে কমপক্ষে দশ হাজার। জাতিসংঘের হিসেবে শক্তিশালী এই ভূমিকম্পে আশি লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিভিন্ন দেশ এই উদ্ধার তৎপরতায় সহযোগিতা করছে। অবশ্য বাংলাদেশও এর বাহিরে নয়। নেপালে উদ্ধার কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ থেকে ২২ সদস্যের একটি ফায়ার সার্ভিসের দল আর্মড ফোর্সেস ডিভিশনের একটি বিমানে করে আজ নেপাল যাচ্ছে। এতে নেতৃত্ব দিবেন দমকল বিভাগের পরিচালক মেজর শাকিল নেওয়াজ। তাদের সাথে প্রয়োজনীয় উদ্ধার যন্ত্রপাতি ও সরঞ্জামাদিও থাকবে এবং এদের দুর্যোগ মোকাবেলা ও ভবন ধস জাতীয় দুর্ঘটনা ব্যবস্থাপনায় বিশেষ প্রশিক্ষণ রয়েছে বলে জানিয়েছেন।

বাংলাদেশের একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রথম দেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কোন দল দেশের বাইরে উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে।

বিবিসি বাংলা