২০১৫ সালের প্রথম তিন মাসেই অ্যাপলকে সরিয়ে স্মার্টফোন বছরের শীর্ষে স্থান করছে স্যামসাং। বাজারে স্যামসাংয়ের স্মার্টফোন বেশি বিক্রি হওয়ায় এ ঘটনা ঘটে, জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি।

আইডিসির তথ্য অনুযায়ী, স্যামসাং ও অ্যাপলের পর স্মার্টফোনের বাজারে তৃতীয় স্থানে অবস্থান করছে চীনের লেনোভো। এরপরে অবস্থান করছে হুয়াউয়ে ও এলজি।

খবর এএফপির।