নিরাপত্তা পেলে আগামী রোববার আদালতে যেতে পারেন খালেদা
খালেদার আইনজীবী খন্দকার মাহবুব হোসেনশর্ত দিয়েছেন যে নিরাপত্তা পেলে আগামী রোববার আদালতে যেতে পারেন।
গত বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন “উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। উনি আদালতে যেতে ইচ্ছুক। অতীতেও বলেছি উনি নিরাপত্তাজনিত কারণে আদালতে যেতে পারছেন না। বিগত দিনে যখন আদালতে গিয়েছিলেন পথে তার গাড়িবহরের ওপর আক্রমণ হয়েছিল। এই কারণেই খালেদা জিয়া শঙ্কিত, আমরাও আইনজীবী হিসেবে শঙ্কিত যে উনি আদালতে যাওয়ার পথে হামলা হতে পারে। সে কারণে সরকারের দায়িত্ব হবে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া।”
নিরাপত্তার প্রশ্নে খালেদার আইনজীবী আরো বলেন, “উনার জানমালের নিরাপত্তা। সংবিধানে আছে জানমালের নিরাপত্তা দেওয়ার কর্তৃপক্ষ হলো সরকার… সেই ধরনের নিরাপত্তা।”
জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ৫ এপ্রিল রোববার ধার্য করা হয়েছে। ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অধিনে এই মামলা টি শুনানী হবে।
0 Comment