পদ্মা সেতুর বহুল প্রত্যাশিত পাইল বসানোর কাজ শুরু
গতকাল বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর পরীক্ষামূলক পাইল বসানোর কাজ শুরু হয়েছে। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের মাওয়া চৌরাস্তা বরাবর পুরনো ফেরিঘাট সংলগ্ন স্থান দিয়ে ২ নং ট্রায়াল পাইলের প্রাথমিক কাজ শুরু করা হয়। প্রথম ধাপে ২ নং ট্রায়াল পাইলটিতে রোটারিরিগ মেশিন দিয়ে মাটি খুঁড়ে ড্রিলিং কাজ শুরু করা হয়েছে। এরই সাথে সাথে এখানে ঢালা হচ্ছে সোডিয়াম […]