বাংলাদেশী নোবেল প্রাইজ বিজীয় ড. মুহাম্মদ ইউনুছ বার্সেলোনার ন্যু ক্যাম্প পরিদর্শন করেছেন। গতকাল বার্সোলোনা ক্লাবের আমন্ত্রনে  ক্লাবটি পরিদর্শন করেন তিনি। সেখানে গিয়ে তিনি তাঁর নাম লেখা একটি বিশেষ জার্সিও পড়েনে। তিনি জানিয়েছেন বার্সেলোনা থেকে হাজার হাজার কিলোমিটার দুরের বাংলাদেশের মানুষ এই ক্লাবটিকে কত আপন করে নিয়েছেন। ইউনূস স্বীকার করেছেন, বার্সার বেশির ভাগ খেলোয়াড়ের নাম তিনি জানেন […]