দেপো​র্তিভো লা করুনাকে হারিয়ে জিদানের দুর্দান্ত শুভ সূচনা

জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ক্যারিয়ারের সূচনা করলেন দেপো​র্তিভো লা করুনাকে ৫-০ গোলে হারিয়ে । ২০১৬ টা শুরু হয়েছিল রিয়াল মার্দ্রিদের গত রোববার ভালেন্সিয়ার মাঠে ২-২ গোলে ড্র করে’ রোনালদোদের সাথে । এরপর রিয়াল রাফায়েল বেনিতেসকে সরিয়ে জিদানকে কোচের দায়িত্ব দেয় । কোচ হিসেবে জিদানের এটা প্রথম দুর্দান্ত জয়। শনিবার রাতে ম্যাচের শুরুর ১১ […]


রিয়াল মাদ্রিদের নতুন কোচ জিদান, বরখাস্ত বেনিতেস

সোমবার ক্লাবের পরিচালনা পর্ষদের বৈঠকের পর সংবাদ সম্মেলন করে ৪৩ বছর বয়সী সাবেক তারকা ফুটবলার জিদানকে নতুন কোচ হিসেবে নিযোগ দেওয়া হয়। এবং ৫৫ বছর বয়সী বেনিতেসকে বরখাস্ত করা হয়। বিশ্ব কাপ বিজয়ী  জিদান দায়িত্ব পাওয়ার পর বলেন ” আমি  মনপ্রাণ দিয়ে  কাজ করবো , যাতে সব কিছু ঠিকভাবে চলে ” জিদানের প্রথম ম্যাচটি হবে আগামী […]