স্কুলে মুসলিম মহিলাদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা জারি করা জার্মানির সর্বোচ্চ আদালত আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। শুক্রবার জারি করা এক রুলিংয়ে আদালত বলেছে, স্কুলের কার্যক্রমে কোন বাঁধা সৃষ্টি না হলে মুসলিম শিক্ষিকারা মাথায় স্কার্ফ পরতে পারবেন। ২০০৩ সালে হিজাবের ওপর স্কুল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা জারির অধিকার দিয়ে দেশটির সাংবিধানিক এই আদালত যে রায় দিয়েছিল তা পূণর্বিবেচনা […]