আর একটা ‘পিকে’ ছবি বানাবেন আমির
পিকে নিয়ে সমস্যা মিটতে না মিটতেই বাতাসে রটেছে আরও একটি খবর। ধর্ম নিয়ে আরও একটি ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।তবে এখানে একটি সূক্ষ তফাত্ রয়েছে। পিকে-তে যেখানে প্রধানত হিন্দু ধর্মের কিছু কুসংস্কার ও অন্ধ বিশ্বাসকে নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে, সেখানে এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে থাকবেন এক মুসলিম মেয়ে। গোঁড়া পরিবার থেকে আসা […]