জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে নিহত ২৩, আহত অর্ধশতাধি
জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে শিশুসহ ২৩ জনের প্রানহানি ঘটেছ । এতে আহত হয়েছে আরও প্রায় অর্ধশতাধিক। শুক্রবার ভোরে ময়মনসিংহ শহরের পৌরসভা সংলগ্ন অতুল চক্রবর্তী সড়কে নূরানী জরদা ফ্যাক্টরি কার্যালয়ে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনার প্রেক্ষিতে ফ্যাক্টরির মালিক শামীমসহ ৮ জনকে আটক করেছে। জানা যায়, শুক্রবার সকালে ময়মনসিংহ শহরের নূরানী জরদা ফ্যাক্টরি কার্যালয়ে জাকাতের […]