নতুন রাজধানীর পরিকল্পনা
বর্তমান রাজধানীর ওপর চাপ কমাতে নতুন রাজধানী নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে মিশর সরকার।
কায়রোর পূর্বদিকে নতুন রাজধানীটি নির্মাণ করা হবে বলে ওই পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, মিশরীয় অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে লোহিত সাগর তীরবর্তী কেন্দ্র শারম আল-শেখ আবকাশ কেন্দ্রে আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে শুক্রবার পরিকল্পনাটি ঘোষণা করা হয়।
৪৫ বিলিয়ন ডলার ব্যয়ে পাঁচ থেকে সাত বছরের মধ্যে নতুন রাজধানীর নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন দেশটির পূর্তমন্ত্রী মোস্তফা মাদবুলি।
আগামী ৪০ বছরে কায়রোর জনসংখ্যা বিস্ফোরণ নিয়ন্ত্রণ ও অত্যাধিক ভিড় এড়ানো পরিকল্পনাটির উদ্দেশ্য বলে জানিয়েছেন মাদবুলি।
৪০ বছরের মধ্যে কায়রোর জনসংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। বর্তমানে কায়রোর অধিবাসী ১ কোটি ৮০ লাখ।
নতুন এই রাজধানী শহরটির নাম এখনো ঠিক করা হয়নি বলে জানিয়েছেন ডেভেলপাররা।

মিশরীয় পার্লামেন্ট, সরকারি বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়গুলো এবং বিদেশি দূতাবাসগুলো নতুন ওই মেট্রোপলিটন শহরে স্থানান্তরিত হবে।৭০০ বর্গকিলোমিটার জায়গার উপর নির্মিতব্য শহরটিতে প্রায় ৫০ লাখ মানুষ বসবাস করতে পারবে।
শহরটিতে ২ হাজার স্কুল ও কলেজ এবং ৬শ’রও বেশি স্বাস্থ্যকেন্দ্র থাকবে বলে জানিয়েছেন ডেভলপাররা।
নতুন এই রাজধানীর নির্মাণ প্রকল্পে ১০ লাখেরও বেশি কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তারা।
প্রস্তাবিত শহরটি কায়রো ও লোহিত সাগরের মধ্যবর্তী একটি এলাকায় নির্মিত হবে বলে জানিয়েছেন পরিকল্পনাবিদরা।
মিশরের নতুন এই রাজধানী শহরটি ‘বিশ্ব রাজধানীতে’ পরিণত হবে বলে আশাবাদ জানিয়েছেন মাদবুলি।
আমিরাতের নাগরিক মোহাম্মদ আলাব্বারের কোম্পানি ক্যাপিটাল সিটি পার্টনার্স শহরটি নির্মাণ করবে। দুবাইয়ের ব্যবসায়ী আলাব্বার বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ আল খলিফার নির্মাতা।
সম্মেলনে ত্রাণ ও বিনিয়োগ হিসেবে মিশরকে ১২ বিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
0 Comment