অবশেষে আগামী ১৩ মার্চ মুক্তি পাচ্ছে ‘এইতো প্রেম’ ছবিটি। ছবিটি মুক্তিযুদ্ধ ও প্রেম নির্ভর ছবি এতে অভিনয় করেছে শাকিব ও বিন্দু। গত ১৩ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির ঘোষণা থাকলেও পরে মুক্তির তারিখ পিছিয়ে দেয়া হয়। ছবিটি পরিচালনা করেছেন সোহেল আরমান। প্রযোজনা করেছেন শাহিন কবির। ছবিটি প্রসঙ্গে প্রযোজক বলেন, ‘অনেক প্রতিক্ষার পর মুক্তি পাচ্ছে ছবিটি। যেহেতু এটি স্বাধীনতার মাস তাই এই মাসেই ছবিটি মুক্তি দেয়া হচ্ছে। আশা করি দর্শকরা হলে আসবেন ছবিটি উপভোগ করতে।’

প্রযোজক উল্লেখ করেন ‘এইতো প্রেম’ ছবিটি শুরু থেকেই আলোচনায় ছিল, কিন্তু মুক্তির তারিখ কয়েকবার ঘোষণা করা হলেও মুক্তি পায়নি ছবিটি।