অনলাইন-ল-চেম্বার
বাংলাদেশে প্রথমবারের মত অনলাইনে আইনি সেবা প্রদান করছে অনলাইন-ল-চেম্বার। দেশী ও প্রবাসে থাকা বাংলাদেশিরা ঘরে বসেই ওয়েবসাইটটির (www.onlinelawchamber.com) মাধ্যমেই বিভিন্ন আইনি জটিলতার সমাধান পাবে তারা। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্ট থেকে একদল অভিজ্ঞ আইনজীবি নিয়গ করেছে প্রতিষ্ঠানটি। তাদের মধ্যে অন্যতম একজন মোর্শেদা বেগম লিপি বলেন, “সবার দোরগোড়ায়ে আইনি সেবা পউছে দেয়ার উদ্দেশেই এমন একটা উদ্যগ গ্রহন করা হয়েছে।” তার মতে,এখনও বাংলাদেশের সাধারন মানুষ ধারনা করে যে কোন প্রকার আইনি পরামর্শ গ্রহনের জন্য আইনজীবির চেম্বারে যাওয়া একটি জটিল, সময় সাপেক্ষ এবং ঝক্কিপূর্ণ প্রক্রিয়া। অতএব, সকল প্রকার আইনি সমস্যা সমাধান বা যে কোন প্রকার আইনি পরামর্শ নেয়ার জন্য অনলাইন-ল-চেম্বার একটি সহজ ও সাবলীল ক্ষেত্র । সুধুমাত্র বেক্তি না, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথেও কাজ করে থাকে তারা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অন্তর্ভুক্ত সকল মামলা কম খরচে এবং বিশেষ বিবেচনায়ে বিনামূল্যে করে তারা। বিশেষ করে প্রবাসি বাঙ্গালিদের জন্য স্কাইপে এবং ফোনের মাধ্যমে ২৪ ঘণ্টা আইনি পরামর্শ পাওয়া যাবে এদের মাধ্যমে। এরকম একটি ভিন্নধর্মী প্রচেষ্টা বাংলাদেশে এবারি প্রথম।
যোগাযোগঃ
0 Comment