মেক্সিকোতে বেড়াতে যেয়ে, আমেরিকাতে বসবাসরত এক বাঙালী যুবকের চরম পরিণতি
এখান থেকেই একটা ভয়ঙ্কর কালো অধ্যায়ের সূচনা হয়।
গত ১২ই সেপ্টেম্বর রিদয় রহমান (২৬) বেড়াতে গিয়েছিলো ক্যানকুন মেক্সিকোতে। সাথে ছিলো তার বোন, দুলাভাই ও ২ বছর বয়সের ভাগ্নি ।
দুপুর ১২ টার দিকে রিদয় এবং ওর দুলা ভাই সমুদ্রের যায় গোসল করতে। অনেক মজাই করতেছিলো তারা। রিদয় সাঁতার জানতোনা। হটাৎ করে রিদয় সমুদ্রের নোন পানিতে চুপ খায় এবং সুমুদ্রের একটু গভীরে চলেযায়। ওর দুলা ভাই ওকে তুলে নিয়ে যায় হোটেলে। তখন ওর প্রচন্ড শাঁস কষ্ট হচ্ছিলো। হোটেল এর ডাক্তার প্রাথমিক চিকিৎসা করে দ্রুত হসপিটালে নিয়ে যেতে বলেন। হসপিটালের ডাক্তার রিদয়কে ই.সি উ তে ভর্তি করিয়ে দেয়।
এখান থেকেই একটা ভয়ঙ্কর কালো অধ্যায়ের সূচনা হয়। প্রথম দিনেই হাসপাতাল বিল আসে আট হাসার মার্কিন ডলার।
0 Comment