বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রায়ের প্রতিবাদে পুরান ঢাকার নিম্ন আদালত এলাকায় তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
মিছিল শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম সাখাওয়াত হোসাইন বলেন, নিম্ন আদালতে ৭ বছর চেষ্টা করেও যে অভিযোগ প্রমান করতে না পেরে ২০১৩ সালে বেকসুর খালাস দেয়া হয়েছে, সেই মিথ্যা এবং অপ্রমানিত অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে প্রহসনমূলক সাজা দেওয়া হয়েছে। এ রায় জনগন মানে না, এই রায় সরকারের লিখে দেওয়া যায়। যা বিচারপতি শুধু পরে শুনিয়েছেন। তিনি আরো বলেন অবিলম্বে এই রায় বাতিল করতে হবে নয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট সহ কঠোর কর্মসূচী দেওয়া হবে।